ডাঃ মোঃ আমজাদ হোসেন শাহ্
টুঙ্গি পাড়ার সেই ছেলেটি
শেখ মুজিব ভাই
তাঁর সাথে বাংলাদেশের
কারো তুলনা নাই।
তিনি ছিলেন মোদের আশা
মোদের অহংকার
সবুজ শ্যামলে ভরা
বাংলাদেশ দিলেন উপহার।
এখন দেখি সেই মানুষটি
হারিয়ে গেছে দূরে
আর কি তাঁরে যাবে পাওয়া
গোটা বিশ্ব ঘুরে?
তাই-তো আজ মনের দুঃখে
মুজিবের গান গাই
যেন তাঁরে প্রতিদিন
বই-পুস্তকে পাই।
মন্তব্য করুন