রইজ উদ্দিন রকি :

rocky
এক টুকরো ভূ-খন্ড আমার জীবনের সমস্ত চাওয়া,
সবুজ পাতা নির্দ্বিধায় তার গাছে নাচবে এটাইতো পাওয়া।
দয়ার খাদ্য নয়- পরিশ্রমের বিনিময় খাদ্য আগে অধিকার,
খাদ্যের জন্য লাইনে নয়, কর্ম নিশ্চীতে থাকবেনা হাহাকার।
মানব শ্রম অলস করে, ঝিলমিল ঘর গড়া ভিত্তিহীন উন্নয়ন,
ক্ষুধার সাগরে ভাসবে বাড়ি, ঘরভরা কঙ্কালদেহ অশ্রুনয়ন।
সময় থাকতেই বীচ রোপন করি, ফল আসবেই সন্দেহ নেই,
সঠিক জীবন চর্চা- মজবুদ ভিত্তি, পণ করি এই।
মন্তব্য করুন