শতরূপা দেব পায়লে:
মা তোমার কারণে জন্ম হয়েছে
তাই দেখতে পেলাম আলো।
তোমার সেই স্নেহ -মায়া ভরা;
মমতা দিয়ে হলাম বড়।
ফেলে আসা ছেলেবেলা,
মনে পড়ে আজ
যত্ন নিতে তুমি আমার
ফেলে তোমার কাজ।
সেই যে আমার মা ,
যার হয়না তুলনা ;
আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায়
রক্ত কোমল ফোটে
ভালোবাসি তোমায় মা
জন্ম-আজন্মকাল থেকে ।
মা আমায় পড়তে বলে,
বলে দারিদ্রদের পাশে থাকতে
তা ছারা আরো বলে সোনার জীবন গড়তে ।
আমার মা তোমার মা
যখন করে আদর;
হৃদয় যায় ভরে তখন,
ভরে যায় পাজর
আমি হব মেঘ ;
তুমি যেন হবে আমার চাঁদ
আকাশ হবে এই আমাদরে ছাদ।
মন্তব্য করুন